একটি Website এর Performance Depaind করে একটি ভালো web hosting company এর উপর। কারণ আপনার ওয়েবসাইট একটি হোস্টিং এর মধ্যে Setup করা থাকে।
Hosting service এর পারফর্মেন্স যত ভালো হবে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স ঠিক ততই ভালো হবে।
হোস্টিং সার্ভিস যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইট ঠিকমতো কাজ করতে চাইবে না। একটি ওয়েবসাইট চালাতে কিছু প্রসেসিং এর প্রয়োজন হয়।
সাধারণত বড় বড় web hosting Providers দের ভাল ওয়েব সার্ভার থাকে যার মাধ্যমে আপনি ভালো সার্ভিস পেতে পারেন। তবে তাদের সার্ভিসগুলোর দাম একটু বেশি হয়ে থাকে।
আশেপাশে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে থাকা সত্বেও আমরা সঠিক ওয়েব হোস্টিং টি বাছাই করতে ভুল করে থাকি।
আজ আমরা জানবো বাংলাদেশের Best web hosting Providers company যেখান থেকে আপনি নির্দ্বিধায় খুব cheap price এ ভালো hosting সার্ভিস নিতে পারেন।
0 মন্তব্য