প্রিয় পাঠক! আজ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সমূহ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। আমরা চেষ্টা করব আকিদা সমূহকে বিষয়ে ভিত্তিকভাবে ভাগ ভাগ করে পেশ করার, যাতে করে আপনারদের বুঝতে এবং জানতে সহজ হয়।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সমূহ
পাঠক! নিচে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সমূহ সুন্দরভাবে উপস্থাপনা করব। এখানে আমরা আকিদা সমূহকে মূলত কয়েকটি ভাগে ভাগ করব এবং প্রত্যেকটি বিষয়ের অধীনে উল্লেখযোগ্য আকিদা সমূহ তুলে ধরব।
আল্লাহ তা'য়ালা বিষয়ক
১। আল্লাহ তা'য়ালা এক। তার কোনো শরীক নেই। ২। আল্লাহ তা'য়ালার সত্তা অনাদি, তার গুণাবলি অনাদি ।
৩। আল্লাহ তা'য়ালা ছাড়া সবকিছু নশ্বর।
৪ । সৃষ্টির জ্ঞান ও দৃষ্টি শক্তি আল্লাহ তা'য়ালাকে আয়ত্ব করতে পারে না । ৫ । আল্লাহ তা'য়ালা কারো মুখাপেক্ষী নন । সকলেই তার মুখাপেক্ষী ।
৬। আল্লাহ তা'য়ালা ছাড়া কোনো উপাস্য নেই ।
৭। আল্লাহ তা'য়ালা চিরঞ্জীব, তার মৃত্যু নেই।
৮ । আল্লাহ তা'য়ালার সমকক্ষ কেউ নেই ।
৯ । আল্লাহ তা'য়ালার অনুরূপ কিছুই নেই ।
১০। প্রকাশ্য ও অপ্রকাশ্য সবই আল্লাহ তা'য়ালা জানেন ।
১১ । আল্লাহ তা'য়ালা সবকিছু দেখেন, কিছুই তার দৃষ্টি শক্তির আড়ালে নয় ।
১২ । আল্লাহ তা'য়ালা মৃদু ও উচ্চ স্বর সবকিছু শুনেন ।
১৩ । আল্লাহ তা'য়ালা যা চান তাই হয়, তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না ।
১৪ । আল্লাহ তা'য়ালা সবকিছুর ক্ষমতার অধিকারী, কোনো কিছুই তার ক্ষমতার বাহিরে নয় ।
১৫ । অদৃশ্যের জ্ঞান আল্লাহ তা'য়ালা ছাড়া আর কারো নেই, এমনকি নবী এবং ওলীগণেরও নেই
১৬ । আল্লাহ তা'য়ালা ছাড়া কেউ হাজির নাযির নয় । এমনকি নবী ওলীগণও নয় ।
১৭ । আল্লাহ তা'য়ালার কোনো সন্তান নেই এবং কোনো স্ত্রীও নেই ।
১৮ । আল্লাহ তা'য়ালা সবকিছুর স্রষ্টা।
১৯ । তিনি সকলকে পরিমাণ মতো রিযিক দান কারী I
২০ । আল্লাহ তা'য়ালার হুকুম ব্যতীত কারো জীবন ও মৃত্যু হতে পারে না ।
২০ । আল্লাহ তা'য়ালা সকল অসুস্থতা হতে আরোগ্য দান কারী এবং সকল প্রয়োজন পুরণকারী। ২২ । আল্লাহ তা'য়ালা ছাড়া অন্য কাউকে সিজদা করা ও অন্য কারো নামে মানত করা কুফুরি। ২৩। মৃতদের কাছে কোনো কিছুর সাহায্য প্রার্থনা করা শিরক।
২৪ । ভালো মন্দ সবকিছুই আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে নির্ধারিত।
নবী বিষয়ক
১। আমরা সকল নবী-রাসূলের প্রতি ঈমান রাখি
২। আমরা সকল নবীগণকে নিষ্পাপ হিসেবে বিশ্বাস করি।
৩। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার বান্দা ও রাসূল।
৪ । তিনি সকল মানব-দানবের প্রতি প্রেরিত রাসূল ।
৫ । তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ।
৬। রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় স্ব-শরীরে মেরাজ সত্য।
৭। তাঁর পরে আর কোন নবী নেই, স্বতন্ত্র নবুওয়াত দাবিকারী ও তার অনুসারীরা কাফের।
৮। ঈসা (আ.) জীবিত থাকা অবস্থায় আকাশে নিয়ে যাওয়ার বিষয়টি সত্য ।
৯। কেয়ামতের পূর্বে ঈসা (আ.) নবী মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লালামের ধর্মের অনুসারী রূপে
পৃথিবীতে আগমন করবেন।
১০। ঈসা (আ.) কে খোদার পুত্র ও তিন প্রভূর দাবিদাররা কাফের।
১১। দ্বীনের উৎস কোরআন-হাদীসের বিরোধীতা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করা
ও শরীয়তের কোনো বিষয়কে ঠাট্টার বস্তু বানানো কুফুর
১২। নীবগণের মু'জেযা সত্য।
১৩। নীবগণ আপন আপন কবরে জীবিত।
সাহাবা (রা.) বিষয়ক
১। সাহাবায়ে কেরাম (রা.) উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ।
২। আমরা সকল সাহাবীকে ন্যায়ের প্রতীক মনে করি।
৩। আমরা সাক্ষ্য দেই যে, সাহাবাগণ আল্লাহর প্রিয় ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত।
৪ । সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা ও তাদের সমালোচনা করা মুনাফেকী
৫। খোলাফায়ে রাশেদীনের মর্যাদা ও স্তর তাদের খেলাফতের ধারাবাহিকতা অনুযায়ী ।
৬। সাহাবায়ে কেরাম পারস্পরিক যুদ্ধে সকলেই হকের ওপর ছিলেন।
৭। আল্লাহ তা'য়ালার নিকট তাদের মর্যাদা অপরিসীম ।
অলী আউলিয়া বিষয়ক
১। অলীগণ আল্লাহ তা'য়ালার নৈকট্য প্রাপ্ত বান্দা ।
২। তাদের মর্যাদা সকল নবী ও সাহাবাগণের চেয়ে নিম্নস্তরের।
৩। অলীগণের কারামতের বিষয়টি সত্য।
৪। পূর্বসুরীগণের সম্মান করা (সাহাবা, তাবেয়ী, তাবে তাবেয়ী)
ও আয়িম্মায়ে মুজতাহিদীনের যেকোনো মাজহাবের অনুসরণ করা অপরিহার্য।
অন্যান্য
১। আমরা আল্লাহ তা'য়ালার সকল ফেরেশতার প্রতি ঈমান রাখি
২। আর আল্লাহ তা'য়ালার সকল কিতাবের প্রতি ঈমান রাখি।
৩। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ তা'য়ালার কালাম ।
৪। কোরআন অবতীর্ণ হওয়ার পর অন্যান্য আসমানী সকল কিতাব রহিত হয়ে গিয়েছে।
কিয়ামত সম্পর্কিত
১। সে যুগে অর্থাৎ কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আ. এর খেলাফত সত্য।
২। দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের আগমনের বিষয়টি সত্য।
৩। পশ্চিম আকাশে সূর্যোদয় ও ভূমি হতে সতর্ককারী জন্তু প্রকাশের বিষয়টি সত্য ।
৪। এছাড়াও কিয়ামতের অন্যান্য আলামতসমূহ ও সিঙ্গায় ফুৎকারের বিষয়টি সত্য।
পরকাল সম্পর্কিত
১। কবরে মুনকার নাকিরের প্রশ্ন করা এবং কবরের শাস্তি ও শান্তির বিষয়টি সত্য।
২। মৃত্যুর পর পূণরায় জীবিত করা ও সকল মানুষকে একত্র করণের বিষয়টি সত্য।
৩। হাউজে কাওসার ও শাফাআতের বিষয়টি সত্য।
৪। পরকালে আমলের পরিমাপ করা, পার্থিব জীবনের হিসাব নেয়া ও আমলনামা প্রদান করার বিষয়টি সত্য। ৫। পুলসিরাত ও জান্নাতের বিষয়টি সত্য।
৬। পরকালে আল্লাহ তা'য়ালার দর্শন লাভের বিষয়টি সত্য।
৭। মুমিনদের চিরকাল জান্নাতে থাকা ও কাফেরদের চিরকাল জাহান্নামে থাকার বিষয়টি সত্য।
অন্যান্য
১। ফাসেক (গুনাহগার) মুমিনদের কাফের বলা যাবে না এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে না। ২। আল্লাহ তা'য়ালার আরশ ও তার আসন আল্লাহ তা'য়ালার সবচেয়ে বড় সৃষ্টি ।
৩। লওহে মাহফুজ, ভাগ্য লেখক ও ‘আলাসতু বিরাব্বিকুম' বলে শপথ গ্রহণের বিষয়টি সত্য।
৪। আল্লাহ তা'য়ালার নিকট একমাত্র মনোনিত ধর্ম ইসলাম।
৫। ইসলাম ব্যতীত জাহান্নাম থেকে মুক্তির ভিন্ন কোনো পথ নেই ।
৬। ইসলামি আহকাম পূর্ণ বাস্তবায়নের লক্ষে ইমাম নিবার্চন করা মুসলমানদের জন্য আবশ্যক ।
পরিশেষে
প্রিয় পাঠক এ ছিল আমাদের আজকের আয়োজন আহলে সন্নাত ওয়াল জামাতের মৌলিক গুরুত্বপূর্ণ আকিদা গুলো আপনাদের নিকট আমরা শেয়ার করেছি আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদেরকে ফলো করুন।